বিজ্ঞাপন

ফোনে ট্রাম্প-জিনপিংয়ের আলাপ, বিষয়: করোনাভাইরাস

February 7, 2020 | 12:29 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস বিষয়ে ফোনে কথা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেইজিং সময় সকালে এ দুই নেতা ভাইরাসটির বিস্তারের বিভিন্ন তথ্য ও করনীয় সম্পর্কে আলোচনা করেন তারা। খবর সিএনবিসি।

বিজ্ঞাপন

চীনের টেলিভিশন চ্যানেল সিসিটিভি’র এক খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস ঠেকাতে চীনের প্রচেষ্টার প্রশংসা করেন ও দ্রুতই এ ভাইরাসের বিস্তার ঠেকাতে চীন সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং করোনাভাইরাস ঠেকাতে তার দেশের বিভিন্ন উদ্যোগের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেন। এসময় শি জিনপিং বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আমাদের পূর্ণ আত্মবিশ্বাস ও পুর্ণ সামর্থ্য রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিকে ‘জনগণের যুদ্ধ’ বলে ঘোষণা দিয়েছে চীন সরকার।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের টাইমলাইন

সারাবাংলা/আইই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন