বিজ্ঞাপন

বাংলা খেয়ালের ১৭ ঘণ্টাব্যাপী উৎসব

February 9, 2020 | 6:04 pm

এন্টারটেইমেন্ট করেসপন্ডেন্ট

সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আই গত সাত বছর ধরে আয়োজন করে আসছে বাংলা খেয়াল উৎসব। এরই ধারাবাহিকতায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চ্যানেল আই প্রাঙ্গণে উৎসবটি শুরু হয়ে রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শেষ হয়। সংগীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে উৎসবের উদ্ধোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ ও সেলিনা আজাদসহ অনেকে।

উদ্বোধন শেষে আজাদ রহমান বলেন, ‘সংগীতের নব দিগন্ত বাংলা সংগীতের উৎকর্ষ বাংলা খেয়ালকে সবার কাছে, সার্বজনীনভাবে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস এটি। এ প্রয়াস প্রতিটি সংগীত পিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাচ্ছে।’

বিজ্ঞাপন

উৎসবে সংগীত পরিবেশন করেছেন দুই শতাধিক বিভিন্ন বয়সের শিল্পীরা। উৎসবটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

সারাবাংলা/এএসজি/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন