February 24, 2018 | 1:51 pm
ঢামেক করেসপন্ডেন্ট
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে হনুফা আক্তার (১১) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হনুফা সে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, মৃত হনুফার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। সে কয়েক মাস ধরে উত্তরায় দেলোয়ার হোসেনের বাসায় কাজ করছিল।
ওসি আলী হোসেন আরও জানান, হনুফা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে গৃহকর্তা পুলিশকে জানিয়েছে। তার ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যার দিকে বাসায় হনুফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে টের পেয়ে বাসার লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানিয়েছেন, শিশু হনুফার গলায় ফাঁসের দাগ আছে। তবে এটি আত্মহত্যা না অন্য কিছু তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হয়ে বলা যাবে।
সারাবাংলা/এসএসআর/এমএ