বিজ্ঞাপন

৬ মিলিয়ন টিভি দর্শক হারিয়েছে ৯২তম অস্কার

February 11, 2020 | 1:23 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

৯২তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) ৬ মিলিয়ন মার্কিন টিভি দর্শক হারিয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) গড়ে ২৩.৬ মিলিয়ন মার্কিনি অস্কার আয়োজন টিভিতে দেখেছেন। অস্কারের ইতিহাসে এই দর্শক সংখ্যাই সর্বনিম্ন হিসেবে রেকর্ড করা হয়েছে। তথ্য গবেষণা প্রতিষ্ঠান নেলসনের বরাতে এ খবর জানিয়েছে এবিসি।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৯ সালের অস্কার আয়োজন টিভিতে দেখেছিলেন ২৯.৫ মিলিয়ন মার্কিন নাগরিক। নেলসন জানিয়েছে, বিশ্বব্যাপী টিভির ব্যাপারে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলার কারণেই এমন ঘটনা ঘটছে।

এদিকে, ২০২০ সালের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট। ৯২ বছরের ইতিহাসে প্যারাসাইট-ই প্রথম বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্রের খেতাব জিতেছে। দ্বিতীয় বছরের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক ছিলেন না।

২০১৯ সালে প্রথমবার সঞ্চালকবিহীন অস্কার আয়োজনের কারণে ২০১৮ সালের তুলনায় দর্শক সংখ্যা বেড়েছিল বলে জানিয়েছিলেন বিশ্লেষকরা। কিন্তু এ বছর দর্শক সংখ্যা কমে যাওয়ায়, অস্কার তাদের সাফল্য ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেছেন তারা।

বিজ্ঞাপন

তবে, টিভি দর্শক সংখ্যা কমে গেলেও অস্কার এখনও সবচেয়ে বেশিবার দেখা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তকমা ধরে রেখেছে।

প্রসঙ্গত, অ্যামি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস, গ্র্যামি অ্যাওয়ার্ডসের মতো আয়োজনগুলোও এ বছর টিভি দর্শক হারিয়েছে। ২০১৯ সালের অ্যামি অ্যাওয়ার্ডসের টিভি দর্শক ৩২ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম/পিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন