বিজ্ঞাপন

‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ আমরা স্মরণীয় করে রাখতে চাই’

February 13, 2020 | 7:08 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: মুজিব বর্ষকে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ, মানচিত্র ও পতাকা পেতাম না, সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ আমরা স্মরণীয় করে রাখতে চাই।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প‌রিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নী‌তি নির্ধারণী ফোরাম উপজেলা প‌রিষদের সমন্বয় ক‌মি‌টির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে উপনীত হয়েছে। উন্নয়নের সূচকে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে।’

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন