বিজ্ঞাপন

‘হৃদয় জুড়ে’ ছবির ট্রেলারে কীসের ইঙ্গিত

February 17, 2020 | 12:58 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

রফিক শিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। সাড়ে ৩ মিনিটের ট্রেলারটিতে রয়েছে প্রেম, রোমান্স ও একই সাথে হিংস্রতা।

বিজ্ঞাপন

ট্রেলারটির শুরুতে প্রেমিক-প্রেমিকার মধ্যকার ভালোবাসা শেষের দিকে এসে রূপ নেয় ঘৃণায়। কিন্তু কেন?

মাঝে একবার দেখানো হয় কেউ একজন ধর্ষণের শিকার হয়, তার ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন। পরক্ষণে প্রেমিক জেলখানায়। প্রেমিকার জেলখানায় গিয়ে তাকে ভর্ৎসনা। ফাঁসির জন্য প্রেমিককে জেলখানায় গোসল, অন্যদিকে প্রেমিকার বিয়ের প্রস্তুতি।

সবশেষে ট্রেলারটি নানা প্রশ্ন রেখে শেষ হয়। আর এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কারণ ছবিটি ওইদিন মুক্তি পাচ্ছে।

বিজ্ঞাপন

‘হৃদয় জুড়ে’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিরব ও কলকাতায় প্রিয়াঙ্কা সরকার। আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ।

রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন ‘হৃদয় জুড়ে’ ছবির। কিন্তু নায়িকাকে পরিচালক ‘প্রেম ও বিয়ের প্রস্তাব’ দিয়েছেন এমন অভিযোগের বিচার-সালিশেই শুটিং আটকে থাকে প্রায় বছর খানেক। এরপর পরিচালকের মা এবং ছবিটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন। সব জটিলতা কাটিয়ে গত বছরের মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন শিকদার।

‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন