বিজ্ঞাপন

৬৩ বছর পর শিক্ষার্থীর ব্যাগ ফিরিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ

February 18, 2020 | 6:08 pm

বিচিত্রা ডেস্ক

আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের একটি স্কুলের লকার ও দেয়ালের মাঝে খুঁজে পাওয়া গিয়েছিল একটি ব্যাগ। সেই ব্যাগের মালিকের হদিস মিলছিল না। তবে অবশেষে জানা গেছে, ১৯৫৭ সালে ব্যাগটি হারিয়েছিলেন প্যাট্টি রুমফোলা নামের স্কুলের এক সাবেক শিক্ষার্থী। ২০১৩ সালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

ধুলোবালি জড়ানো লাল রংয়ের ওই ব্যাগটি গতবছর উদ্ধার করেন নর্থ ক্যান্টন মিডল স্কুলের তত্ত্বাবধায়ক চ্যাস পাইল। লকার ও দেয়ালের মাঝের জায়গাটা পরিষ্কার করতে গিয়ে ব্যাগটি খুঁজে পান তিনি।

এরপর ব্যাগের মালিকের খোঁজ মেলার আশায় ব্যাগটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে স্কুল কর্তৃপক্ষ।

এরপর জানা যায়, ওই ব্যাগের মালিক ছিলেন স্কুলেরই পুরোনো ছাত্রী প্যাট্টি রুমফোলা। যিনি ১৯৫৭ সালে ব্যাগটি হারিয়েছিলেন। ২০১৩ সালে মারা যান তিনি। স্কুল কর্তৃপক্ষ অবশ্য রুমফোলার পরিবারকে খুঁজে বের করে তার সন্তানদের হাতে তুলে দিয়েছে ব্যাগটি।

বিজ্ঞাপন

সম্প্রতি ফেসবুকে এক পোস্টে স্কুল কর্তৃপক্ষ লিখেছে, প্যাট্টির পাঁচ সন্তান সম্প্রতি পারিবারিক এক অনুষ্ঠানে একত্রিত হয়ে তাদের মা’র ব্যাগটি খুলে দেখেন। অন্য নারীদের মতো রুমফোলার পার্সেও পাওয়া গেছে একটি চিরুনি আর কিছু মেকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএম/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন