বিজ্ঞাপন

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় এড়িয়ে গেলেন মিয়ানমারের নতুন দূত

February 25, 2018 | 12:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট:

বিজ্ঞাপন

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এড়িয়ে গেলেন বাংলাদেশে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত ইউ এলউইন। প্রতিবেশি রাষ্ট্রের নতুন এই দূত রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত ইউ এলউইন গণমাধ্যমকর্মীদের বলেন, দুই দেশের অর্থনৈতিক এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উন্নতির জন্য কাজ করবেন তিনি।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তার কাছে জানতে চাইলে রাষ্ট্রদূত ইউ এলউইন বিষয়টি এড়িয়ে যান।

বিজ্ঞাপন

এদিকে, একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত ইউ এলউইন জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন