বিজ্ঞাপন

পুঁজিবাজারে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

February 18, 2020 | 8:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হাজার কোটি টাকা ছাড়ালো পুঁজিবাজারে লেনদেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এটি আগের এক বছরের মধ্যে একদিনে ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন। এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি ডিএসইতে ১ হাজার ২৪ কোটি টাকার শেয়ার কেনা-বেচা হয়েছিল। ওইদিনের পর ডিএসইতে মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইতে ৩৫৫টি কোম্পানির ৩৮ কোটি ২৮ লাখ ৮২ হাজার ২৬০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৪০ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮১ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯০ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯০টি কোম্পানির ১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৯৯১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৬৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৪ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন