বিজ্ঞাপন

কভিড-১৯ রোগের মৃতের সংখ্যা পেরোল ২ হাজারের ঘর

February 19, 2020 | 10:11 am

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতী কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর থেকে শনাক্ত হওয়া এই রোগটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এখন পর্যন্ত সংক্রমণের শিকার হয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।

বিজ্ঞাপন

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবারই মৃত্যু হয়েছে ১৩৬ জনের। যাদের বেশিরভাগই হুবেই প্রদেশে।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, শুধু চীনেই মৃতের সংখ্যা ২০০৪ জন। সব মিলিয়ে বিশ্বে এই রোগে মারা গেছেন এখন পর্যন্ত ২০০৯ জন।

চীন ছাড়াও আর যেসব দেশে কভিড-১৯ রোগে মানুষ মারা গেছেন সেগুলো হলো-হংকং, তাইওয়ান, জাপান ও ফিলিপাইন।

বিজ্ঞাপন

করোনা আক্রান্তের বেশি ঝুঁকিতে বয়স্ক, অসুস্থরা: গবেষণা

সবগুলো দেশে একজন করে মারা গেলেও হংকংয়ে মারা গেছেন দুইজন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) হংকংয়ে মারা যাওয়া আরেকজনরে খবর জানা গেছে। ৭০ বছর বয়সী এই বৃদ্ধ অসুস্থ হয়ে গত ১৪ ফেব্রুয়ারি দেশটির প্রিন্সেস মার্গারেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হংকংয়ে এখন পর্যন্ত ৬২জন আক্রান্ত হওয়ার খবরও জানিয়েছে সিএনএন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ডিসেম্বরের ৩১ তারিখে করোনাভাইরাস প্রথম শনাক্ত করা হয় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে। তারপর পৃথিবীর তিন মহাদেশের ৩০ দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই, করোনাভাইরাসের কারণে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, অপেক্ষাকৃত বেশী বয়সী এবং আগে থেকেই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন এরকম ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

সারাবাংলা/এসএমএন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন