বিজ্ঞাপন

ভারতে সোনার খনি, মিলল ৩৫০০ টন সোনা!

February 22, 2020 | 1:19 pm

বিচিত্রা ডেস্ক

ভারতে উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায় সোনার খনির সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে এখানে ৩ হাজার ৫শ টন সোনা ভূগর্ভে মজুত আছে। যার পরিমাণ ভারতের বর্তমান সোনার ৫ গুণ। দেশটির বর্তমান গোল্ড রিজার্ভ ৬২৬ টন। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া গত এক দশক ধরে ওই এলাকায় সোনার খোঁজে অনুসন্ধান চালিয়ে আসছে। অবশেষে মিলল সাফল্য। খুব তাড়াতাড়ি ই-টেন্ডারিংয়ের মাধ্যমে এই সোনার খনির নিলাম শুরু করা হবে জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা।

বিজ্ঞাপন

খনির দায়িত্বরত কে কে রাই জানিয়েছেন, উত্তরপ্রদেশের দুটি অঞ্চলে ওই সোনার সন্ধান মিলেছে, সোন পাহাড়ি এবং হারদি এলাকায়। উইন্ডহ্যামগঞ্জে সোন পাহাড়ির খনিতে প্রায় ২,৯৪৩.২৬ মেট্রিক টন এবং হারদি গ্রামের কাছে পাহাড়ি অঞ্চলের খনিতে ৬৪৬.১৬ মেট্রিক টন সোনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুধু সোনা নয় ওই দুই অঞ্চলে খোঁড়াখুঁড়ি করে আরও বেশ কয়েকটি মূল্যবান খনিজের হদিস মিলেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন