বিজ্ঞাপন

সাইবেরিয়ায় মিলল ৪৬ হাজার বছর আগের পাখির ফসিল

February 22, 2020 | 2:35 pm

বিচিত্রা ডেস্ক

৪৬ হাজার বছরের পুরনো পাখির ফসিল মিলেছে উত্তরপূর্ব সাইবেরিয়ায়। হিমায়িত পাখিটি একেবারেই অ-বিকৃত রয়েছে। সেখানের বেলায়া গোরা গ্রামের কাছে স্থানীয় জীবাশ্ম আহরণকারীরা এটি খুঁজে পান। খবর সিএনএনের।

বিজ্ঞাপন

সুইডনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের বিশেষজ্ঞরা এটি পরীক্ষা নিরীক্ষা করছেন। দলে রয়েছেন নিকোলাস ডাসেক্স ও লাভ ডালেন নামের দুই গবেষক। রেডিওকার্বন তারিখ পরীক্ষায় জানা গেছে, পাখিটি প্রায় ৪৬ হাজার বছর আগে জীবিত ছিল।

‘হর্নড লার্ক’ জাতীয় পাখিটির উপগোত্রের দুইটি পাখি এখনও জীবিত আছে। এর একটি রয়েছে রাশিয়ার উত্তরাঞ্চলে এবং আরেকটি মঙ্গোলিয়ায়। জলবায়ু পরিবর্তনের কারণে এ উপপ্রজাতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন লাভ ডালেন।

নিকোলাস ডাসেক্স বলেন, ফসিলটিতে ধীরে ধীরে কাদার আস্তরণ জমেছে। তাই মৃতদেহ খুব ভালোভাবেই সংরক্ষিত আছে। এটির জিনগত পর্যবেক্ষণ বর্তমান পাখি প্রজাতির সঙ্গে সম্পর্ক খুঁজে পেতে সাহায্য করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ওই এলাকাটিতে উলফ, রিহানো ও অন্যান্য বন্যপ্রাণীরও ফসিল মিলেছে।

সারাবাংলা/এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন