বিজ্ঞাপন

যা কিছু করেন না কেন, আগে ভালো মানুষ হতে হবে: আরেফিন সিদ্দিক

February 22, 2020 | 5:37 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ‘ইতিহাস, সংস্কৃতি, রাজনী‌তি বা ধর্মচর্চা যা কিছুই করেন না কেন মানুষের মতো মানুষ হতে হবে। সঠিক মানুষ না হলে রাজনীতিতে যান আর আমলাতন্ত্রে যান সেটা‌ দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে তিতাস ফাউন্ডেশনের আয়োজনে বইয়ের মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌বে তি‌নি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইতিহাসবিদ, গবেষক ও লেখক মো. শহীদুর রহমানের মধ্যযুগে বাংলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

লেখক মো. শহীদুর রহমানের সম্পর্কে আরেফিন সিদ্দিক বলেন, ‘যদি আমরা সবাই ভালো হই, তাহলে অব্যশই দেশ এগিয়ে যাবে। মো. শহীদুর রহমান একজন ইতিহাসবিদ, গবেষক ও লেখক ছিলেন, আবার পাটের ব্যবসাও করেছেন আবার একজন ভা‌লো মানুষও তিনি।’

বিজ্ঞাপন

‘যেভা‌বে আমা‌দের দে‌শে দুর্নীতি, সন্ত্রাস বাড়‌ছে সেগু‌লো কিন্তু আমরাই করছি। আর এই অবৈধ কাজ থে‌কে বের হ‌তে হ‌লে অব্যশই নিজেকে আত্নবিশ্বাসী করে গ‌ড়ে তুলতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে’- বলেন আরেফিন সিদ্দিক।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন