বিজ্ঞাপন

শুটিংয়ে ক্রেন দুর্ঘটনা: কমল হাসানের ১ কোটি রুপি ক্ষতিপূরণ ঘোষণা

February 23, 2020 | 12:46 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ভারতের চেন্নাইয়ে ইভিপি ফিল্ম সিটিতে কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা  কমল হাসানের পরবর্তী চলচ্চিত্র ‘ইন্ডিয়ান-টু’ এর সেটে ক্রেন দুর্ঘটনায় তিন সহকারী পরিচালকের মৃত্যু হয়। আহত হয় আরও নয়জন ক্রু। ওই দুর্ঘটনায় মৃতদের প্রত্যেক পরিবারের জন্য এক কোটি রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন কমল হাসান।

বিজ্ঞাপন

চেন্নাইয়ের কেএমসি হাসপাতালে ওই দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে কমল হাসান বলেছেন, তিনি শিশুকাল থেকে এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন। এই দুর্ঘটনার মধ্য দিয়ে আরও একবার প্রমাণ হলো এই ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা বলতে কিছুই নেই। তিনি আরও বলেন, আমি প্রাথমিক সাহায্য হিসেবে পরিবারগুলোকে এই সামান্য সহযোগিতা করছি। কিন্তু আমি শুধুমাত্র আবেদন জানাচ্ছি না, আমি ইন্ডাস্ট্রিকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিতে চাইছি।

প্রসঙ্গত, ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন কমল হাসানসহ কয়েকজন। তাদের মধ্যে এই চলচ্চিত্রের পরিচালক এস. শংকর এবং চিত্রগ্রাহকও রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম/পিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন