বিজ্ঞাপন

বাবার অপমানে ক্ষুব্ধ মেয়ে

February 24, 2020 | 4:05 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

অনিল-শ্রীদেবী অভিনীত বলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি ‘মিস্টার ইন্ডিয়া’। সম্প্রতি এই ছবির পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন বলিউড নির্মাতা আলী আব্বাস জাফর। এই ঘোষণা দেওয়া হয়েছে অনিল কাপুরকে না জানিয়েই! অনুমতি না নিয়ে মিস্টার ইন্ডিয়ার রিমেক নির্মাণের ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনিলকন্যা সোনম কাপুর।

বিজ্ঞাপন

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম কাপুর বলেন, ‘বাবাকে না জানিয়ে এমন ঘোষণা অত্যন্ত অপমানজনক। তাছাড়া এই ব্যাপারে সিনেমার মূল নির্মাতা শেখর কাপুরকেও কিছু জানানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই আমার কাছে মিস্টার ইন্ডিয়ার রিমেকের ব্যাপারে জানতে চেয়েছে। এই ব্যাপারে আমাকে ও বাবাকে কিছু জানানো হয়নি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলী আব্বাস জাফরের পোষ্ট দেখে বিষয়টি জানতে পেরেছি। খবরটা যদি সত্যি হয়, তাহলে বাবার জন্য তা হবে অত্যন্ত অপমানজনক। আমার বাবা আর শেখর আঙ্কেল এই ছবির জন্য অনেক শ্রম দিয়েছিলেন। ছবির প্রত্যেকটি বিষয়ের সঙ্গে তারা যুক্ত ছিলেন। অথচ তাদেরকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত হয়নি।’

উল্লেখ্য, ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল শেখর কাপুর পরিচালিত ছবি মিস্টার ইন্ডিয়া। ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করা এই ছবিটি চলচ্চিত্র বোদ্ধাদের কাছেও বেশ প্রশংসিত হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি/পিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন