বিজ্ঞাপন

এলভিস প্রিসলিকে ছাড়িয়ে জাস্টিন বিবার

February 24, 2020 | 5:38 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

এলভিস প্রিসলির ৫৯ বছর আগের রেকর্ড ভেঙে ইউএস বিলবোর্ড চার্টের শীর্ষে অবস্থান করছে জাস্টিন বিবারের সপ্তম একক অ্যালবাম ‘চেঞ্জেস’।

বিজ্ঞাপন

কানাডিয়ান সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার, সবচেয়ে কম বয়সী হিসেবে মাত্র ২৫ বছর বয়সে সপ্তম একক অ্যালবাম নিয়ে ইউএস বিলবোর্ডের শীর্ষে রয়েছেন।

এর আগে ১৯৬১ সালে আমেরিকান সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলি মাত্র ২৬ বছর বয়সে তার সপ্তম একক অ্যালবাম ‘ব্লু হাওয়াই’ নিয়ে টপ চার্টের শীর্ষে ছিলেন।

বিজ্ঞাপন

এ বছর এলভিসের সেই রেকর্ড ভাংলেন ২৫ বছর বয়সী জাস্টিন বিবার। প্রায় ৪ বছর পর এবছ র নতুন অ্যালবাম প্রকাশ করেছেন জাস্টিন বিবার।

গত ১৪ ফেব্রুয়ারি নতুন অ্যালবাম চেঞ্জেস রিলিজ হওয়ার পর এক সপ্তাহে ২ লাখ ৩১ হাজার কপি বিক্রি হয়ে গত সপ্তাহে টপ চার্টের শীর্ষে অবস্থান করছে।

এছাড়া অ্যালবামটি গত সপ্তাহে যুক্তরাজ্যের বাজারেও বেস্টসেলার ছিল। একই সঙ্গে অ্যালবামটি বিক্রিতেও এলভিস প্রিসলির আগেকার রেকর্ডও ভেঙেছে।

বিজ্ঞাপন

অ্যালবামটির বেশ কিছু গান জাস্টিন বিবার তার স্ত্রী হেইলি বাল্ডউইনকে উৎসর্গ করেছেন।

তাছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমালোচকদের কাছ থেকেও বেশ প্রশংসা কুড়িয়েছে অ্যালবামটি। নিউইয়র্ক টাইমস অ্যালবামের গানগুলোকে বেশ কোমল সুরের বলেও প্রশংসা করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন