বিজ্ঞাপন

‘মাশরাফি ভাই তো একদিনে হননি’

February 25, 2018 | 6:01 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

একজন মাশরাফি বিন মুর্তজার অভাব যে পূরণ করা কঠিন, খালেদ মাহমুদ কাল সরাসরিই তা বলেছিলেন। টি-টোয়েন্টিতে গত দুই ম্যাচে পেসারদের পারফরম্যান্সের পর মাশরাফির বিকল্পের কথা বাতাসে ভাসছে ভালোমতোই। তবে আবু হায়দার রনি আজ মিরপুরে বলেছেন, একদিনে তো মাশরাফির শূন্যতা পূরণ হবে না, সেজন্য সময় দরকার।

বোলিং ক্যাম্প শুরু হওয়ার দিনই বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এসে বলেছিলেন, মাশরাফির বিকল্প পেতে সময় লাগবে বাংলাদেশের। একই প্রতিধ্বনি ছিল কাল খালেদ মাহমুদের কণ্ঠেও। বিশেষ করে শ্রীলঙ্কা সিরিজে রুবেল, সাইফ উদ্দিন, রাহীদের পারফরম্যান্সের পর সেই প্রশ্ন উঠে যাচ্ছে আরও প্রবলভাবে। তবে রনি এখনই ধৈর্যহারা হতে চান না।

তিনি জানালেন, ‘মাশরাফি ভাই তো অনেকদিন খেলছেন। উনি আমাদের সবারই আইডল। অনেক অভিজ্ঞ। আর মাশরাফি ভাই তো একদিনে হননি, অনেকদিন খেলার পর হয়েছেন। আমরা ভালো খেলতে খেলতে সামনে ভালো করব।’

বিজ্ঞাপন

রনি নিজে গত বেশ কিছু দিন ধরেই ঘরোয়া লিগের পেসারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিকদের একজন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অবশ্য খেলার সুযোগ পাননি। আরেক পেসার তাসকিনের মতো তিনিও জানালেন, শেষ দিকের ওভারগুলো নিয়েই বেশি কাজ হচ্ছে, ‘ভালোই হচ্ছে। এখানে নতুন বলে কাজ করছি। ডেথ ওভারের কাজ হচ্ছে, ইয়র্কার নিয়ে কাজ করছি। যদি এই কাজগুলো ভালোভাবে করতে পারি তাহলে আমরা টি-টোয়েন্টি আর ওয়ানডেতে ভালো করব। আমাদের পেসারদের উচিত ইয়র্কারটা দুই-তিন ওভার হলেও নিয়মিত অনুশীলন করা।’

তাসকিন যেমন কাল অনুশীলন শেষে বলেছেন, বোলারদেরই স্কিলে একটু ঘাটতি আছে, দোষটা কোচদের নয়। রনি অবশ্য ব্যাপারটা এড়িয়েই গেলেন, ‘আসলে সব জায়গায় সবাই নিখুঁত হয় না। ঘাটতি থাকে, ওই ঘাটতি নিয়ে কাজ করতে করতে ভালো হবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন