বিজ্ঞাপন

মাদক মামলায় খালেদের বিচার শুরু

February 26, 2020 | 6:57 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় খালেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ এপ্রিল দিন নির্ধারণ করেন আদালত।

এদিন খালেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তার বিরুদ্ধের অভিযোগ পড়ে শোনানো হয়। তার কাছে জানতে চাওয়া হয়, তিনি দোষী না নির্দোষ। খালেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।

২০১৯ সালের ১৭ নভেম্বর মাদকের এই মামলায় খালেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে র‌্যাব।

বিজ্ঞাপন

গত বছরের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আটক করা হয় খালেদ মাহমুদ ভূঁইয়াকে। তার বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, লাইসেন্সের শর্ত ভঙ্গ করা আরও দুইটি অস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও দুই প্যাকেটে ৫৮২ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। এছাড়া তার বাসার ওয়াল শোকেস থেকে নগদ ১০ লাখ ৩৪ হাজার টাকা ও চার থেকে পাঁচ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার জব্দ করা হয়।

ফাইল ছবি

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন