বিজ্ঞাপন

কাতারে সমুদ্র মহড়ায় যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’

February 28, 2020 | 5:59 pm

ফটো করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সপ্তম আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে কাতারের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাহাজটি চট্টগ্রাম নৌঘাটি ছেড়ে গেছে। নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত দলের বাদ্যবাজনার মধ্য দিয়ে তাদের বিদায় জানানো হয়। এসময় নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়কের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন কুতুব উদ্দিন মোহাম্মদ আমানত উল্লাহ্সহ ঊধ্বতন কর্মকর্তারা ছিলেন।

নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ কাতারের দোহারে আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনী শুরু হবে। ১৮ মার্চ মহড়া শেষে ৬ এপ্রিল যুদ্ধজাহাজ ‘স্বাধীনতার’র দেশে ফেরার কথা রয়েছে। সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক পদস্থ ব্যক্তি ও যুদ্ধবিদ্যায় পারদর্শীরা থাকবেন।

বিজ্ঞাপন

যুদ্ধজাহাজ ‘স্বাধীনতার’ ক্যাপ্টেন মোস্থাফা জিল্লুর রহিম খাঁর নেতৃত্বে ২২ জন কর্মকর্তাসহ মোট ১৪১ জন নৌ সদস্য এ মহড়ায় অংশ নেবেন। যাত্রাপথে জাহাজটি শ্রীলংকার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দরে যাত্রাবিরতি করবে। ফেরার পথে ওমানের মাসকট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফরে যাবে।

সারাবাংলা/এসএন/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন