বিজ্ঞাপন

চসিক নির্বাচন: কাউন্সিলর পদে টিকলেন ২৬৯ প্রার্থী, বাদ ৯

March 1, 2020 | 8:11 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দেওয়া ২৭৮ জনের মধ্যে নয়জনের প্রার্থিতা বাতিল হয়েছে। আর ২৬৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১ মার্চ) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাছাই কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ৯ জন, ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন এবং ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৫৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

বাছাইয়ে মেয়র পদে দু’জন স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েছেন। এরা হলেন- খোকন চৌধুরী ও তানজীর আবেদিন। বাছাইয়ে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে।

বিজ্ঞাপন


সাধারণ কাউন্সিলর পদে নয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডে মো. হাসান মুন্না খেলাপি ঋণের জামিনদাতা হওয়ায় বাদ পড়েছেন। ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের মোহাম্মদ আলী আকবর ভিন্ন ওয়ার্ডের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেওয়ায় বাদ পড়েছেন। বাকি সাতজন ঋণখেলাপি হওয়ায় বাদ পড়েছেন। এরা হলেন- ১৮ নম্বর পূর্ব ওয়ার্ডের মোহাম্মদ তৈয়ব, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে মহিউদ্দিন মাহমুদ রনি ও মো. আব্দুল মান্নান, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মো. সোহেল মাহমুদ, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে মো. সাইফুল্লাহ খান, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডে মো. হাফিজুল ইসলাম এবং ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে মো. হাবিবুল্লাহ।

চসিক নির্বাচন: বাছাইয়ে টিকলেন রেজাউল-শাহাদাত

এদের মধ্যে দেওয়ানবাজার ওয়ার্ডের হাফিজুল ইসলাম বিএনপির সমর্থন পেয়েছিলেন। বাদ পড়া বাকি প্রার্থীরা দলীয় সমর্থন ছাড়াই মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘মেয়র পদে সাতজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নয়জনের মনোনয়ন বাতিল হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জমা দেয়া ৫৮ জনের সকলেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে।’

বিজ্ঞাপন

মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীদের তিনদিনের মধ্যে আপিলের সুযোগ আছে বলে জানিয়েছেন হাসানুজ্জামান।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ হবে। এর আগে ৯ মার্চ থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

সারাবাংলা/আরডি/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন