বিজ্ঞাপন

ভিপি নুরকে ৩ দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

March 4, 2020 | 4:51 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে তিন দিনের মধ্যে তার পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে আদেশ প্রতিপালন করতে বলেছেন আদালত।

এ সংক্রান্ত জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (৪ মার্চ) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ভিপি নুরের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ।

বিজ্ঞাপন

ভিপি নুরকে কেন তার পাসপোর্ট দেওয়া হবে না জানতে চেয়ে জানুয়ারি মাসে রুল জারি করেন আদালত। ওই রুলের শুনানি শেষে এই রায় দেন আদালত।

এর আগে ভিপি নুর জানিয়েছিলেন, গত জুলাইয়ে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল তার। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে ব্যাংকে নির্ধারিত ফিসহ এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন তিনি।

নুর ধারণা করেছিলেন সাতদিন পরই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কিন্তু এক মাসেও তা না পেয়ে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

বিজ্ঞাপন

ভিপি নুর ক্ষোভ জানিয়ে বলেন, ‘আমি এ দেশের নাগরিক। পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমি ডাকসুর নির্বাচিত ভিপি, অথচ আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। আমি অসুস্থ। ভারতে গিয়ে চিকিৎসার চিন্তা ছিল। কিন্তু পাসপোর্টের অভাবে সেটাও সম্ভব হয় নি।’

সারাবাংলা/এজেডকে/জেএএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন