বিজ্ঞাপন

ধর্ষণ চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ীর ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

March 4, 2020 | 8:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সামদারের আদালতে ২৪ বছরের এক নারী। এদিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার অপর আসামিরা হলেন- মো. সোহেল, মো. মিরাজ আলী, মো. জিহাদ ও ওসমান আলী (এসআই)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় আসামি সোহেল ও মিরাজ বাদীর স্বামীকে খুঁজতে বাসায় যান। এরপর তারা স্বামীকে না পেয়ে বাদীকে ধর্ষণের চেষ্টা করেন।

বাদী এ সময় আত্মরক্ষার জন্য চিৎকার করলে লোকজন ছুটে আসেন। তখন আসামিরা বাসা থেকে চলে যান। যাওয়ার সময় সিঁড়িতে বাদীর স্বামীকে দেখামাত্র আসামি সোহেল, মিরাজ ও জিহাদ তার স্বামীকে মারধর ও অপহরণ করে নিয়ে যায় এবং বাদী, তার সন্তানদের বাসায় আটক করে রাখেন।

বিজ্ঞাপন

আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে থানার ওসি ও এসআই মামলা না নিয়ে এক লাখ টাকা দাবি করেন। পরে তাদের কথা অনুযায়ী ৫ হাজার দেন বাদী। এরপর বাদীকে বলে বাকি ৯৫ হাজার টাকা দিলে মামলা নেওয়া হবে বলে বাদীকে জানান।

সারাবাংলা/এআই/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন