বিজ্ঞাপন

তেল কম দেওয়ায় সিটিজেন ফিলিং স্টেশনকে জরিমানা

March 5, 2020 | 1:14 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: তেল কম দেওয়ায় মেসার্স সিটিজেন ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে ওই পাম্পের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএসটিআই জানিয়েছে, বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সিটিজেন ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০লিটারে ১টি ডিজেল ইউনিটে ৬০ মিলিলিটার কম দেয়। যে কারণে প্রতিষ্ঠাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমদ ও পরিদর্শক ইনজামামুল হক অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন