বিজ্ঞাপন

৭ মার্চ পালন না করা স্বাধীনতাকে অস্বীকারের শামিল: হাছান মাহমুদ

March 7, 2020 | 4:12 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঐতিহাসিক ৭ই মার্চ পালন না করাকে স্বাধীনতাকে অস্বীকার করার শামিল বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) রাজধানীর তথ্য ভবন মিলনায়াতনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে সমগ্র জাতি ৭ই মার্চ পালন করলেও বিএনপি ৭ই মার্চ পালন করে না। এটি তাদের রাজনৈতি দীনতা। ৭ই মার্চ পালন না করা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করার শামিল।’

মন্ত্রী বলেন, ‘৭ই মার্চ এবং ৭ই মার্চের ভাষণ কোনো দলের না। এটি সমগ্র জাতির। এই ৭ই মার্চের ভাষণটি ইউনোস্কো প্রমাণ্য দলিল হিসেবে ঘোষণা করেছে। সমস্ত বিচার বিশ্লেষণ করেই ইউনোস্কো এটিকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমাদের দেশে বিএনপিসহ কয়েকটি দল, এই ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দিতে পারে নাই। তারা ৭ই মার্চ পালন করে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি আশা করবো বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিএনপি ভুলের রাজনীতি থেকে বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে তারা ৭ই মার্চ পালন করবে।’

মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আগেই বাংলাদেশ সমৃদ্ধ দেশে রূপান্তরিত হতো। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।’

পরে ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই ভাষণ ধারণকারী ক্যামেরাম্যান, সহকারী ক্যামেরাম্যানসহ আটজনকে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব, জাহানারা পারভীন, তথ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ইশতিয়াক হোসেনসহ অনেকে।

সারাবাংলা/এজেডকে/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন