বিজ্ঞাপন

‘বেইজিং চলচ্চিত্র উৎসব’ স্থগিত, কান নিয়েও শংকা

March 9, 2020 | 4:20 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

করোনাভাইরাসের কবলে পরলো ‘বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ভাইরাসটির সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে স্থগিত করা হয়েছে উৎসবটির ১০ম আসর। আয়োজকদের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে খবরটি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু ভাইরাসটি দ্রুত সংক্রমিত হচ্ছে, তাই অংশগ্রহণকারী, অতিথি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে উৎসবটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

‘বেইজিং চলচ্চিত্র উৎসব’ হওয়ার কথা ছিলো আগামী মাসের ১৯ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। এ নিয়ে ব্যাপক প্রস্তুতিও ছিলো আয়োজকদের। কিন্তু করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চীন। চীন থেকে শতাধিক দেশে ছড়ানো ভাইরাসটিতে ইতোমধ্যে আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে মারা গিয়েছে তিন হাজারের বেশি মানুষ।

শুধু ‘বেইজিং চলচ্চিত্র উৎসব’ নয় গুঞ্জন রয়েছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কানও যে কোন মুহুর্তে স্থগিতের ঘোষণা আসতে পারে। কারণ ‘কান চলচ্চিত্র উৎসব’র আয়োজক দেশ ফ্রান্সেও ইতোমধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া  গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/পিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন