বিজ্ঞাপন

‘কান’ নিয়েও শঙ্কা

March 12, 2020 | 2:46 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

একসাথে এক হাজারের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। পেছনের কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন, করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭৮৪ জন। মারা গেছে ৩৩ জন। এরপরও কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তাদের অনুষ্ঠান আয়োজন বন্ধের কোনো ঘোষণা দেয়নি।

বিজ্ঞাপন

কিন্তু হলিউড রিপোর্টার বলছে, ফ্রান্সের এক শীর্ষস্থানীয় পত্রিকার সাথে দেওয়া সাক্ষাতকারে কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট পিয়েরে লেসকিউর এবারের আয়োজনটি বন্ধের সম্ভাবনার কথা বলেছেন।

লেসকিউর বলেন, ‘আমরা এখনো আশাবাদী মার্চ মাসের শেষ নাগাদ বর্তমান অচলবস্থার উন্নতি হবে। এপ্রিল নাগাদ অনেকটাই ভালো হয়ে যাবে। তার মানে এই না যে আমরা সতর্ক না। তাই যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমরা এবারের উৎসব বাতিল করবো।’

এবার আয়োজিত হবে কানের ৭৩তম আসর। আসরটি বসার কথা ১২ থেকে ২৩ মে। করোনাভাইরাসের কারণে যদি এবারের আয়োজনটি বাতিল হয়, তাহলে কানের ইতিহাসে এটিই হবে প্রথমবারের মত বাতিল হওয়ার ঘটনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/পিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন