বিজ্ঞাপন

২৭ মার্চ নয়, পরিস্থিতি বুঝে নীল মুকুটের মুক্তি

March 12, 2020 | 3:25 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

আসছে ২৭শে মার্চ মুক্তি পাওয়ার কথা ছিলো কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘নীল মুকুট’। কিন্তু ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। কারন বুঝতেই পারছেন, করোনাভাইরাস।

বিজ্ঞাপন

এর আগে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছিলো নীল মুকুট, ২৭শে মার্চ মুক্তির অনুমতিও পেয়েছিলো প্রযোজক-পরিবেশক সমিতির। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কামার। তাহলে কবে মুক্তি পেতে পারে নীল মুকুট? এর উত্তরে প্রযোজক সারা আফরীন জানিয়েছেন, ‘১২ মার্চ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিলো নীল মুকুটের টিজার, তার ঠিক পনেরো দিন পর মানে ২৭শে ছিলো মুক্তি। কিন্তু এখন যেহেতু পুরো ব্যাপারটাই অনিশ্চিত, তাই ঠিক করেছি আর এক সপ্তাহ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিবো কবে মুক্তি দেওয়া যায়। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে হয়তো ৩রা এপ্রিল মুক্তি পাবে নীল মুকুট। কিন্তু এই সবই এখন অনুমান।’

এর আগে ‘নীল মুকুট’-এর পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া পায়। ‘নীল মুকুট’-এর পরিবেশনার সাথে যুক্ত আছে কোয়াইট অন সেট। এখন পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি কামার। এর আগে শুধু জানিয়েছিলেন, প্লেনের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় আসে। তাই ‘নীল মুকুট’কে কামার বলে আসছিলেন তার অপরিকল্পিত ছবি। বিদেশী কোনও উতসবে দেখানোর আগে দেশেই মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে আগেই চমকে দিয়েছিলেন কান-বার্লিন-লোকার্নোতে অফিসিয়াল নিমন্ত্রণ পাওয়া এই নির্মাতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন