বিজ্ঞাপন

মহামারি হলে পালিয়ে যেও না, ধৈর্য ধারণ করো: খতিব

March 13, 2020 | 3:00 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: যদি তোমরা শুনতে পাও, কোনো এলাকায় মহামারি হয়েছে তাহলে সেখানে যেও না। আর যদি তোমরা সেই এলাকায় মধ্যে থাকো তাহলে সেখান থেকে অন্য জায়গায় পালিয়ে না গিয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন লালবাগ শাহী মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নেয়ামতুল্লাহ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালবাগ কেল্লার পাশে অবস্থিত জামেয়া কোরআরনিয়া আরাবিয়া মাদ্রাসা সংলগ্ন লালবাগ শাহী মসজিদের খতিব জুমার নামাজের খুতবার সময় মুসল্লিদের উদ্দেশে এ সব কথা বলেন।

মহামারিতে যদি কারও মৃত্যু হয় তাহলে সে শহীদের মর্যাদা পাবে বলে উল্লেখ করেন লালবাগ শাহী মসজিদের খতিব।

বিজ্ঞাপন

খতিব বলেন, ‘মহামারি প্রতিরোধ করার জন্য কেউ যদি হাতে মোজা, মাস্ক ব্যবহার করে সেগুলোর বিষয়ে শরীয়তে কোনো বাধা নিষেধ নেই। তবে কেই যদি মনে করে মাস্ক/ মোজার জন্য ভাইরাস জনিত রোগ হতে বেঁচে গেলাম তাহলে সে শিরক করবে। কারণ রোগ দেওয়ার মালিক আল্লাহ, উনি চাইলেও সকল প্রটেকশনের মধ্যে দিয়েও রোগ দিতে পারেন। তাই আমাদের ঈমান ও আকিদা নিয়ে চলতে হবে।’

বাংলা খুতবা পাঠের সময় খতিব আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের জন্য নানা ব্যবস্থা নিয়েছে। সেগুলো আমাদের মেনে চলতে হবে। বর্তমানে ভাইরাস নিয়ে অনেকেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। রাষ্ট্র পরিচালনার জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করবেন তা ভলোর জন্য করবেন। সরকার যদি কোনো এলাকা থেকে বের হওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে আমাদের তা মেনে চলতে হবে।’

নামাজ শেষে মোনাজাতের সময় বিশ্ববাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়াও মানুষ করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে কীভাবে নিজেদের সুরক্ষা করতে পারবে সেই বিষয়ে একটি বিনামূল্যে বই বিতরণ করেন।

সারাবাংলা/এআই/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন