বিজ্ঞাপন

‘নিশ্চিন্তে ঘুমানোর জন্য মেসিকে বিশ্বকাপ জিততে হবে’

February 27, 2018 | 2:50 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

অনেকেই বলেন বিশ্বসেরা হতে মেসির বিশ্বকাপ শিরোপা জেতা দরকার, আবার অনেকেই বলেন মেসির বিশ্বকাপ শিরোপা জেতার দরকার নেই। দুই দলের লোকই কিন্তু মেসির বড় ভক্ত। মেসি ভক্ত আর্জেন্টিনার টেনিস তারকা হুয়ান দেল পোত্রো জানালেন ভিন্ন কথা, ‘নিশ্চিন্তে ঘুমানোর জন্য মেসিকে বিশ্বকাপ জিততে হবে।’

ডেভিস কাপে আর্জেন্টিনাকে ২০১৬ সালে শিরোপা জেতান দেল পোত্রো। তার আগে যেটা ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইনের কাছে আক্ষেপের গল্প ছিল। বর্তমান টেনিস র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা এই টেনিস তারকা জানান, ‘আমি জানি মেসির ভেতরের অবস্থা। সে আশা করে একটা শিরোপার। সেটা আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ শিরোপা। আমি ডেভিস কাপে নিজ দেশকে শিরোপা জেতানোর আগে এই আক্ষেপে পুড়েছিলাম। এটা যেমন আমার কাছে আক্ষেপের ছিল, তেমনি মেসির ক্ষেত্রেও বিশ্বকাপ শিরোপা আক্ষেপের নাম। আমি জানি আমার মতোই সেও আক্ষেপে পুড়ে।’

ডেভিস কাপে আর্জেন্টাইনদের শিরোপা জেতানোর আগে দেল পোত্রো ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতেছেন। ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেন আর ২০১৩ সালে উইম্বলডনে সেমি ফাইনাল খেলা এই টেনিস তারকা ২০০৯ আর ২০১২তে কোয়ার্টার ফাইনাল খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনে।

বিজ্ঞাপন

মেসি তিনবার মেগা টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনাকে তুললেও তিনবারই রানার্সআপের স্বাদ নিতে হয়। ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ১-০ গোলের পরাজয় মেনে নিতে হয়েছিল ২০১৪ সালে। এরপর কোপা আমেরিকার আসরে দলকে ফাইনালে তুললেও মেসি বাহিনীকে হারতে হয় চিলির বিপক্ষে। এবার রাশিয়ায় বসতে যাচ্ছে বিশ্বকাপের মেগা আসর। বিশ্বমঞ্চে অংশ নিয়ে এবার মেসি আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে পারবেন কি না সেটা সময় বলে দেবে।

হাল ছাড়ছেন না মেসি কিংবা আস্থা হারাচ্ছেন না দেল পোত্রো। টেনিস এই তারকা যোগ করেন, ‘মেসি বিশ্বসেরা ফুটবলার। কিন্তু একটা জিনিস তার সঙ্গী হতে পারছে না। আমি বিশ্বাস করি এবার মেসি আমাদের বিশ্ব শিরোপা এনে দেবেন। তার সেই ক্ষমতা আছে। বিশ্বাস করি মেসি এই শিরোপাটা আনার পর একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে। যেটা হয়েছে আমার ক্ষেত্রে ডেভিস কাপের শিরোপা জেতার পর।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আশাবাদী মেসি রাশিয়া থেকে বিশ্বকাপ নিয়ে আসবে। আমি তার ভুগতে থাকা কষ্টকে অনুভব করতে পারছি। সে আসলেই বিশ্বকাপ শিরোপায় চুঁমু দিতে পারার যোগ্য।’

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে লড়তে হবে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড আর নাইজেরিয়ার বিপক্ষে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন