বিজ্ঞাপন

পাকিস্তান সিরিজের ভাগ্য দু’একদিনের মধ্যেই

March 14, 2020 | 8:47 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

করোনা আতঙ্কে পুরো দুনিয়াই বস্তুত অচল হয়ে পড়েছে। মরণঘাতী ছোঁয়াচে এই ব্যধির প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে ভিসা প্রক্রিয়াও বন্ধ করে দিয়েছে। বলার অপেক্ষাই থাকছে না, যাপিত জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই করোনা নেতিবাচক প্রভাব ফেলেছে। অন্য আট দশটি সেক্টরের যে প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। আইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, ইউরো ফুটবল; সবই স্থগিত করে দেওয়া হয়েছে। অনুরূপ ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও।

বিজ্ঞাপন

এপ্রিলের শুরুতে একটি ওয়ানডে ও দু্ই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি খেলতে তৃতীয় দফায় বাংলাদেশের পাকিস্তান সফরের কথা রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে তিনি অপারগ। আবার সেটা জানাতে খুব বেশি সময়ও নিচ্ছেন না। দু’একদিনের মধ্যেই সিরিজের ব্যাপারে চূড়ান্ত খবর জানা যাবে বলে জানালেন বিসিবি বস।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে তিনি একথা জানান।

পাপন বলেন, ‘চতুর্দিকে যেভাবে চলাচল সীমিত করা হচ্ছে, কাজেই অনিশ্চিয়তা তো আছে। আমরা অপেক্ষা করছি, আশা করছি যে কাল-পরশুর মধ্যেই চূড়ান্ত একটা কিছু হয়ে যাবে। এটা ইতোমধ্যেই প্রক্রিয়াধীন। আমরা কাল-পরশুর মধ্যেই চূড়ান্ত একটা কিছু জানাতে পারব। তবে সম্ভাবনা খুবই কম ও কঠিন।’

বিজ্ঞাপন

‘মাঠের সাথে তো ভ্রমণ সীমিতকরণের সম্পর্ক নেই। কেউ তো বলতে পারবে না, ওমুক দেশে যেতে পারবা কিন্তু ওমুক ভেন্যুতে যেতে পারবে না। এমন তো আর না। দেশের বাইরে যাওয়া আসা এটাই তো রেস্ট্রিকশন। এই যে আপনার শ্রীলঙ্কা, ভারতে যেটা হয়েছে, বাইরে থেকে আসা মানুষ ১৪ দিনের কোয়ারেনটাইন। আমাদের প্লেয়ারদের যদি ফিরে এসে ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে হয়, তাহলে তো কঠিন পরিস্তিতি। এই জন্য হয়ত এটা আমাদের অন্য সময় করতে হতে পারে।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যেই আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে, স্থগিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ ও ইউরো ফুটবলের মত জনপ্রিয় আসরগুলোও। পাকিস্তান সিরিজ পেছানো প্রসঙ্গে সেকথাও স্মরণ করিয়ে দিলেন পাপন।

‘আপনি যদি দেখেন বাইরের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজই এখন বন্ধ হয়ে গেছে। আপিএলের মত টুর্নামেন্টও পিছিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে সবাই যখন পিছিয়ে দিয়েছে, শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই বিষয়টি ভাবনার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন