বিজ্ঞাপন

কোন ছাড় দেননি দীপিকা

March 18, 2020 | 2:05 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেবকে নিয়ে নির্মিত হচ্ছে ’৮৩। কবির খানের ছবিটি সম্পর্কে যাদের ধারণা আছে তারা এটা জানেন যে ছবিটির গল্পে নারী চরিত্রগুলোর ওইভাবে কোন স্থান নেই। অর্থাৎ একদম গুরুত্বহীনভাবে রয়েছে নারী চরিত্রগুলো।

বিজ্ঞাপন

আসলে যেখানে ছবির গল্প ক্রিকেটের মাঠে পুরুষ খেলোয়াড়দের বীরত্বের গল্প, সেখানে নারী চরিত্র একটু কম গুরুত্ব পাবেই। যাই হোক সবাই জানেন ’৮৩ ছবিটিতে রনবীর সিং কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন। আর রনবীরের স্ত্রী চরিত্রে আছেন বাস্তবের জীবনসঙ্গিনী দীপিকা পাড়ুকোন।

যেহেতু পুরো ’৮৩ ছবিতে নারী চরিত্রগুলোর উপস্থিতি নামমাত্র। তাই দীপিকার চরিত্রটিও ক্যামিও। তবে এ চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা নাকি তার ‘মার্কেট ভ্যালু’র সমান পারিশ্রমিক নিয়েছেন। প্রযোজনা সংস্থা থেকে তার চরিত্রটিকে ‘অতিথি’ বলা হলেও পারিশ্রমিকে কোন ছাড় দেননি।

এ ছবির পর নাকি দীপিকা-রনবীর জুটিকে একসাথে কোন ছবিতে দেখা যাবে না। এটা নাকি তাদের দুজনের সম্মলিত সিদ্ধান্ত। তবে বাস্তবের এ জুটি বলছে, একান্ত কোন ছবিতে তাদের দুজনকে ছাড়া হচ্ছে না; এমন পরিস্থিতি তৈরি হলে তারা বিবেচনা করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন