বিজ্ঞাপন

করোনা প্রতিরোধে এডিবি’র ৬৫০ কোটি ডলারের তহবিল গঠন

March 18, 2020 | 5:39 pm

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ৬৫০ কোটি ডলারের একটি প্রাথমিক তহবিল গঠন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ তহবিলের অর্থ ব্যাংকটির উন্নয়ন সহযোগী দেশগুলোতে সরবরাহ করা হবে। বুধবার (১৮ মার্চ) এডিবি’র এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এডিবি’র প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া’র পাঠানো বার্তায় বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এখন সারাবিশ্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এটি প্রতিরোধ করতে দরকার জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে জোরদার পদক্ষেপ।

এডিবি প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, যখনই আরও আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে এডিবি তা সরবরাহ করবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবাই প্রদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়। এর পরপরই ওই প্রদেশে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে ভাইরাসটি। পরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও।

বিজ্ঞাপন

এ ভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ২ লাখ আক্রান্ত হয়েছেন। বুধবার বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন