বিজ্ঞাপন

বাদ পড়লেন যারা; ‘দরজা খোলাও না, বন্ধও না’

February 27, 2018 | 6:21 pm

জাহিদ-ই-হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: জাতীয় ফুটবল দলে প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন ৩৫। অসুস্থতার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি দুজন। পরে যোগ হয়েছেন একজন। সেই দল স্কোয়াড ভেঙে ছোট হয়ে দাঁড়িয়েছে ২৪-এ। বাদ পড়লেন ১২। অসুস্থতা-ইনজুরি-পারফর্মেন্সের ভিত্তিতে ক্যাম্প থেকে ছিটকে পড়েছেন তারা। প্রধান কোচের দাবি, কাউকে বাদ দেয়া হয়নি।

বিজ্ঞাপন

অসুস্থতা-ইনজুরি-পারফর্মেন্সের মাধ্যমে বাদ পড়েছেন ১২জন। তারা হলেন, মো. জাহিদ, জাহিদ হোসেন, পাশবন মোল্লা, তকলিস আহমেদ, মিতুল হাসান, জাবেদ খান, ইয়াসিন খান, ফজলে রাব্বি, হেমন্ত ভিনসেন্ট, জুয়েল রানা, মতিন মিয়া, সুফিল।
ছিটকে পড়ার কারণ হিসেবে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ডের যুক্তি, ‘কেউ বাদ পড়ে নি। সবাই কোনও না কোনও কারণে বাদ পড়েছে। কেউ অসুস্থতা, কেউ ইনজুরি আর কেউবা পারফর্মেন্সের ভিত্তিতে বাদ পড়েছে।’

তবে, জাতীয় দলের প্রবেশের সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি বলে ইঙ্গিত দিয়েছেন ওর্ড, ‘দরজা খোলাও না, বন্ধও না।’

কাদের দরজা খোলা আর কাদের বন্ধ তাহলে?

বিজ্ঞাপন

সূত্রের খবর, সাইফের হেমন্ত ভিনসেন্ট ক্যাম্প ছেড়েছেন জ¦র নিয়ে, মতিন মিয়াও ভুগছিলেন জ¦রে। জাহিদ হোসেইন বাদ পড়েছেন ইনজুরি নিয়ে। বাকীরা পারফর্মেন্সের কারণে বাদ পড়েছেন বলে জানা যায়। বাদের তালিকায় আছেন, মো. জাহিদ, পাশবন মোল্লা, তকলিস আহমেদ, মিতুল হাসান, আরিফ, জাবেদ খান, ইয়াসিন খান, ফজলে রাব্বি, জুয়েল রানা, সুফিল।
তবে, এশিয়ান গেমসের জন্য অনূর্ধ¦ ২৩ দল গঠন হবে। বাদ পড়া কয়েকজন থেকেও দলে ঢুকতে পারে এমনটাই সংকেত সংশ্লিষ্ট সূত্রের।

২৪ ফুটবলার নিয়ে কাতার যাচ্ছে বাফুফে। সেখানে ক্যাম্প ম্যাচ খেলে ঢাকায় ফিরবে ১৪ মার্চ। এই স্কোয়াড আরও ছোট হবে তখন। ক্যাম্পের সঙ্গে যোগ দিবে ঢাকা আবাহনীর কয়েকজন খেলোয়াড়। সবাই মিলে থাইল্যান্ড সফর দিবে। তারপর ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তারাই সাফ গেমসে প্রতিনিধিত্ব করবে।

কাতারে যাচ্ছেন যারা:
মাহফুজ হাসান প্রীতম, মামুনুল ইসলাম মামুন, ফয়সাল মাহমুদ, বিপলু আহমেদ, মনজুর রহমান মানিক, মাহবুবুর রহমান, সাদ্দাম হোসেন অ্যানি, আলী হোসেন, উত্তম কুমার বণিক, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, জামাল ভূইয়া, মো: ইব্রাহিম, মো: স্বাধীন, রহমত মিয়া, নুরুল ফয়সাল, আশরাফুল রানা, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, আব্দুল্লাহ, জাফর ইকবাল, রহিম উদ্দীন ও তৌহিদুল আলম সবুজ।

বিজ্ঞাপন

বাদ পড়লেন যারা:
মো. জাহিদ, জাহিদ হোসেন, পাশবন মোল্লা, তকলিস আহমেদ, মিতুল হাসান, জাবেদ খান, ইয়াসিন খান, ফজলে রাব্বি, হেমন্ত ভিনসেন্ট, জুয়েল রানা, মতিন মিয়া, সুফিল।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন