বিজ্ঞাপন

সিলেটে কোয়ারেনটাইনে থাকা লন্ডন ফেরত নারীর মৃত্যু

March 22, 2020 | 11:50 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে সরকারিভাবে কোয়ারেনটাইনে ভর্তি থাকা লন্ডন ফেরত ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (২২ মার্চ) ভোর ৪টায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান সারাবাংলাকে জানান সর্দি, জ্বরে আক্রান্ত হওয়া লন্ডন প্রবাসী ওই নারী শুক্রবার হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাকে কোয়ারেনটাইনে রাখা হয়েছিল।

রোববার (২২ মার্চ) আইইডিসিআরের পক্ষ থেকে তার রক্তের নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু তার আগে ভোরে তিনি মারা যান।

ওই নারী সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

গত ৪ মার্চ লন্ডন থেকে তিনি সিলেটে এসেছিলেন বলে হাসপাতালের পরিচালক জানান।

এদিকে ওই প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত কী না- সেটি পরীক্ষা করতে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমময় মণ্ডল।

তিনি জানান, আগামী দুইদিনের মধ্যে জানা যাবে মারা যাওয়া নারী করোনায় আক্রান্ত ছিলেন কী না? তবে ওই নারী মারা যাওয়ার পর তার পরিবার সদস্যদেরও আপাতত হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান করোনা সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই লন্ডন প্রবাসীর লাশ সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই নগরীর মানিকপীর (রহ.) গোরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন