বিজ্ঞাপন

২৫ মার্চ থেকে ৭ দিন বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল

March 22, 2020 | 10:55 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে আন্তর্জাতিক ফ্লাইটের পর এবার অভ্যন্তরীণ সব রুটেও আগামী ২৫ মার্চ থেকে ৩১  মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার।

আরও পড়ুন- ৩ মাসের জন্য বন্ধ হয়ে গেল রিজেন্ট এয়ারলাইন্স

তিনি জানান, আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-যশোর-ঢাকা,  ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-বরিশাল-ঢাকা, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

তাহেরা খন্দকার আরও জানান, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটেও বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ভারত, ওমান, মালয়েশিয়া ও আরব আমিরাতের ফ্লাইট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন