বিজ্ঞাপন

কোভিড-১৯: জীবাণুমুক্ত রাখুন মোবাইল ফোন

March 25, 2020 | 10:30 am

লাইফস্টাইল ডেস্ক।।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বার বার হাত ধোয়ার কোন বিকল্প নেই। তবে হাত ধোয়ার পাশাপাশি আরেকটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলছেন তারা। বিশেষজ্ঞদের মতে, হাতের চেয়েও কয়েকগুণ বেশি জীবাণু থাকে মোবাইল ফোনে। এই জীবাণু থেকে হতে পারে নানা ধরনের রোগ-বালাই। তাছাড়া করোনাভাইরাস আক্রমণ করারও অন্যতম মাধ্যম হলো আপনার ব্যবহৃত মোবাইল ফোন। তাই প্রতিদিন মোবাইল ফোন পরিষ্কার করতে হবে।

বিজ্ঞাপন

দ্য টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্টে মোবাইল ফোন জীবাণুমুক্ত করার কিছু টিপস দেয়া হয়েছে। আসুন জেনে নেই সেই টিপসগুলো সম্পর্কে-

  • ফোন পরিষ্কার করার জন্য টিস্যু ব্যবহার করা ভালো। এতে ফোনে দাগ পড়বে না। টিস্যুতে হ্যান্ড স্যানিটাইজার (শতকরা ৭০ ভাগ অ্যালকোলহ যুক্ত) নিয়ে মোবাইল ফোন ভালোভাবে মুছে নিতে হবে।
  • আপনার মোবাইল ফোন যদি পানিনিরোধক হয়, তবুও পানির কল ছেড়ে ফোন ধোয়া যাবে না।
  • বাসায় ফেরার পর স্যাভলন পানিতে একটি পাতলা কাপড় ভিজিয়ে নিন। এবার এই কাপড় থেকে ভালোভাবে পানি ঝরিয়ে ফোন পরিষ্কার করুন। এরপর আরেকটি শুকনো কাপড় দিয়ে ফোন মুছে নিন। এভাবে পরিষ্কার করলেও অনেকটা জীবাণুমুক্ত হবে আপনার মোবাইল ফোন।
  • ফোন পানিনিরোধক হলেও স্ক্রিনের ওপর সরাসরি পানি দেওয়া যাবে না কিংবা পানির মধ্যে ফোন ডোবানো যাবে না।
  • ফোন থেকে কভার বা ঢাকনা খুলে আলাদাভাবে পরিষ্কার করে নেওয়া ভালো।
  • সিমকার্ড ঢোকানোর ট্রে এবং মোবাইলের ব্যাটারিতে কখনও পানি লাগানো ঠিক না। শুকনো কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে।

করোনার এই সময় বাড়তি সতর্কতা হিসেবে আরো কিছু বিষয় মেনে চলা উচিত-

  • যখন-তখন ফোনে হাত না দেওয়া। বিশেষ করে অপরিষ্কার হাতে ফোন না ধরাই ভালো।
  • ব্যাগে রাখুন হ্যান্ড স্যানিটাইজার। বাইরে গেলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার পর ফোন ধরুন।
  • এই সময় নিজের মোবাইল ফোন অন্যকে ছুঁতে না দেয়া এবং অন্যের ফোন নিজে না ছোঁয়াই ভালো। প্রতিদিন অন্তত ২ থেকে ৩ বার ফোন পরিষ্কার করতে হবে। ফোন পরিষ্কারের পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিসি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন