বিজ্ঞাপন

ভেনিজুয়েলার ‘সিমন বলিভার স্যাটেলাইট’ যোগাযোগ বিচ্ছিন্ন

March 26, 2020 | 3:11 pm

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০০৮ সালে উৎক্ষেপিত ভেনিজুয়েলার প্রথম যোগাযোগভিত্তিক কৃত্রিম উপগ্রহ ‘সিমন বলিভার স্যাটেলাইট’ বিকল হয়ে পড়েছে। দেশটির সরকারি মুখপাত্রের বরাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) এ খবর জানিয়েছে ফ্রান্স২৪।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৫ মার্চ) ভেনিজুয়েলার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সিমন বলিভার নামের ওই স্যাটেলাইটের সঙ্গে ভেনিজুয়েলার স্টেশনগুলো যোগাযোগ হারিয়েছে।

তবে, ঠিক কবে নাগাদ সিমন বলিভারের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে বলিভিয়ার মহাকাশ গবেষণা এজেন্সি জানিয়েছে, সিমন বলিভার নামের ওই স্যাটেলাইটটি টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট সংযোগ স্থাপন, সেলুলার কমিউনিকেশনের কাজে ব্যবহার করা হতো।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, হুগো শ্যাভেজের শাসন আমলে চীনের কাছ থেকে একটি কমিউনিকেশন স্যাটেলাইট কিনে, ভেনিজুয়েলার জাতীয় নেতা সিমন বলিভারের নামে নামকরণ করে ২০০৮ সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। এরপর অবশ্য, ২০১২ সালের সেপ্টেম্বরে শ্যাভেজের শাসন আমলেই ‘ফ্রানসিসকো ডি মিরান্ডা’ নামে দ্বিতীয় স্যাটেলাইট অধিকার করে নেয় লাতিন আমেরিকার দেশটি।

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন