বিজ্ঞাপন

মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

March 27, 2020 | 4:49 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গ্রামবাসী জানায়, প্রতিবেশিদের সঙ্গে দ্বন্দ্ব ছিলো সালাম হাওলাদারের (৫৫)। সকালে বিরোধী পক্ষের লোকেরা তাকে মারধর করে। বেলা ১২টার দিকে তাকে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. উমামা হক তাকে মৃত ঘোষণা করেন।

সালাম হাওলাদারের দুই ছেলে মিলন ও মিজান জানান, বাড়িসংলগ্ন একটি মৎস্য ঘের নিয়ে প্রতিবেশী চাচাতো ভাই হেলাল হাওলাদারের সঙ্গে বিরোধ ছিল বাবার। আজ ওই জমিতে মাটি কাটতে গেলে হেলাল ও তার ভাগনে লাল মিয়া বাবাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে হেলাল হাওলাদার বলেন, মাটি কাটা নিয়ে বাক-বিতণ্ডা হয়েছে। ওই সময় সালাম হাওলাদার হঠাৎ পড়ে যান। সে হয়তো স্ট্রোক করে মারা গেছে, তাকে মারপিট করা হয়নি।

বিজ্ঞাপন

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন