বিজ্ঞাপন

সৌদি আরবে অফিস-আদালত অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

March 29, 2020 | 10:44 am

সেলিম আহমেদ, সৌদি আরব করেসপন্ডেন্ট

জেদ্দা: সৌদি আরবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস আদালত, গণপরিবহনসহ অভ্যন্তরীণ ফ্লাইট, বাস-ট্রেন এবং ভাড়ায় চালিত ট্যাক্সি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা আগে পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞাপন

এখন বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। শনিবার (২৮ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৯ জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০৩ জনের।

রিয়াদে সর্বোচ্চ সংখ্যক ৪১ জন আক্রান্ত হয়েছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াদে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যাক্তি একজন সৌদি নাগরিক বলে জানা গেছে।

করোনাভাইরাসে দেশটিতে নতুন কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। নতুন আরও দুইজন মুক্ত হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে রোগমুক্তির মোট সংখ্যা ৩৭ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন