বিজ্ঞাপন

কোভিড-১৯: জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরার মৃত্যু

March 30, 2020 | 11:04 am

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কৌতুক অভিনেতা কেন শিমুরা করোনাভাইরাসে মারা যাওয়া জাপানের প্রথম সেলিব্রেটি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে মার্চের ১৯ তারিখ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

বিজ্ঞাপন

জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষের হৃদয় জয় করেছেন।

বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলোও ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের দর্শকদের কাছে কেন শিমুরা ‘কাইশ্যা’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন