বিজ্ঞাপন

সাধারণ ছুটির সময়েও টাকা ধার নিতে পারবে ব্যাংকগুলো

March 31, 2020 | 11:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আন্তঃব্যাংক লেনদেনের সুবিধার জন্য আগামী ২ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকগুলোকে টাকা ধার (রেপো) দেবে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে ব্যাংকগুলোও নিজেদের মধ্যে টাকা ধার (কল মানি) নিতে পারবে। ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকটি থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃব্যাংক লেনদেনের ফলে সম্ভাব্য তারল্য ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সীমিত আকারে পুনঃক্রয় চুক্তি ব্যবস্থা বা রেপো এবং আন্তব্যাংক কল মানি মার্কেট চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী ব্যাংকগুলো প্রয়োজনীয় ফরম পূরণ করে নিয়ম অনুযায়ী দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সিকিউরিটিজ শাখায় রেপোর দরপত্র দাখিল করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আন্তঃব্যাংক কল মানি মার্কেটে অংশগ্রহণকারী ব্যাংকগুলো তাদের লেনদেনের বিবরণী যথা নিয়মে ওইদিনই বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগে পাঠাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন