বিজ্ঞাপন

ডিইউজের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

February 28, 2018 | 7:52 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। এখন চলছে গণনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও সময় বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবু তাহের। দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ১ হাজার ৫০০ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন

এদিকে, নির্বাচন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ ছেঁয়ে যায় ব্যানার আর ফেস্টুনে। প্রার্থীরা ছবি সংবলিত প্রচারপত্রের মাধ্যমে জানান দেয় নিজেদের অস্তিত্ব। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছেও ভোট চাইতে দেখা গেছে প্রার্থী ও সমর্থকদের।

ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের ১৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেন। সেই মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ভোটার সংখ্যা ৩ হাজার ২০০ জন। নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্যানেল হলো- আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু, আতাউর রহমান-এম এ কুদ্দুস, কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী এবং জাফর ওয়াজেদ-খায়রুজ্জামান কামাল প্যানেল।

এছাড়া প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র লড়াই করছেন ৫ জন। তারা হলেন- অমিয় ঘটক পুলক, অনুপ খাস্তগির, রওশন ঝুনু, সেবীকা রানী ও গাজী জহিরুল ইসলাম।

নির্বাচনে সহ-সভাপতি পদে লড়াই করছেন আল আব্বাস, কাজী মোহাসীন, খন্দকার মোজাম্মেল হক, বরুণ ভৌমিক নয়ন ও মঞ্জুশ্রী। যুগ্ম সম্পাদক পদে লড়াই করছেন, খায়রুল আলম, আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান মিয়া ও শামীমা আক্তার। নির্বাহী সদস্য ৯ পদের বিপরীতে প্রার্থী লড়াই করছেন ৩৪ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ ইএইচটি/ এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন