বিজ্ঞাপন

নতুন ২ করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬

April 2, 2020 | 12:38 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশে নতুন করে দুজনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে একজনের বয়স ৩০-৪০ ও অপরজনের ৭০-৮০ বছরের মধ্যে। আক্রান্ত দুজনই পুরুষ। তবে তাদের কেস হিস্ট্রি এখনও অজ্ঞাত। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেমের (এমআইএস) পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘কোভিড-১৯ সন্দেহে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আমরা শনাক্ত করেছি। এই দুজনসহ বাংলাদেশে মোট ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু ঘটেনি।’

তিনি জানান, নতুন করে আক্রান্ত দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৩০-৪০ এর মধ্যে এবং অপরজনের ৭০-৮০ বছরের মধ্যে। তবে এই দুজনের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা বিভিন্ন ইনস্টিটিউটে সম্প্রসারণ করা হয়েছে। ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠান ইতোমধ্যে পিসিআর পরীক্ষা শুরু করেছে।’

এমআইএস পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৩৭৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছিল, যাদের মধ্যে ২৯৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আইসোলেশনের রয়েছেন ৭৮ জন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা!নিখোঁজের ২৫ দিন পর নদী থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার সব খবর...
বিজ্ঞাপন