বিজ্ঞাপন

মালিতে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

March 1, 2018 | 8:43 am

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ আইইডি বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। নিহতরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

স্থানীয় সময় বুধবার দুপুর আড়াইটায় দোয়েঞ্জা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক রেজাউল করিম শাম্মি এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি), সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

আহতরা হলেন, কর্পোরাল রাসেল, নঁওগা (৩২ ইবি), সৈনিক আকরাম, রাজবাড়ি (৩২ ইবি), সৈনিক নিউটন, যশোর (১৭ বীর), সৈনিক রাশেদ কুড়িগ্রাম (৩২ ইবি)।

বিজ্ঞাপন

রেজাউল করিম শাম্মি জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন