বিজ্ঞাপন

অবশেষে বন্ধ হলো ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পর্যটক আসা

April 7, 2020 | 9:34 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সাতক্ষীরা: জেলার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে অবশেষে সব ধরনের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে এই স্থলবন্দরের ইমিগ্রেশন বন্ধ করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) এ ঘটনায় স্বস্তি জানিয়েছেন সাতক্ষীরার স্থানীয় বাসিন্দারা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, ভোমরা ইমিগ্রেশন দিয়ে আপাতত আজ থেকে সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
বিজিবি কর্মকর্তা আরও জানান, তবে যেসব বাংলাদেশি নাগরিক ভারতে গিয়ে আটকে আছেন তারাই শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। কেউ যাতে অবৈধ পথেও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন