বিজ্ঞাপন

মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ৫ বছর পালিয়ে থাকা আসামি গ্রেফতার

April 7, 2020 | 8:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: খুনের মামলা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে পাঁচ বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেফতার মো. রুবেল (৩৪) পেশায় ট্রাকচালক। তার বাসা নগরীর বাকলিয়া থানার তুলাতলী হাফেজনগর এলাকায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে জানান, ২০০৮ সালের ৩ মে রুবেল এবং আরও পাঁচজন মিলে সিএনজি অটোরিকশার এক চালককে খুন করে গাড়ি ছিনতাই করে। চালকের লাশ নিয়ে বোয়ালখালী উপজেলায় ফেলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বোয়ালখালী থানায় দায়ের মামলায় পুলিশ তদন্ত করে ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালত রুবেলসহ চারজনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় কাউসার নামে এক আসামি ছাড়া বাকিরা সবাই পলাতক ছিলেন।

ওসি নেজাম উদ্দিন জানান, ওই খুনের মামলায় ২০০৮ সালে গ্রেফতার হয়ে রুবেল ১৮ মাস কারাগারে ছিল। জামিনে বেরিয়ে ২০০৯ সালে পালিয়ে যায়। রায় ঘোষণার সময় এবং পরবর্তীতেও পলাতক থাকে রুবেল। উচ্চ আদালতে আপিলও করেনি।

বিজ্ঞাপন

প্রায় ছয় মাস ধরে অনুসন্ধানের পর আদালতকে অবগত করে রুবেলের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি নেজাম। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/আরডি/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন