বিজ্ঞাপন

করোনা প্রতিরোধে নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে অব্যাহত

April 7, 2020 | 10:30 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানীর গুলশান ও আমেরিকান দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসকল কার্যক্রম পরিচালনা করেন। এসময় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নৌবাহিনী রাজধানীর ভাষানটেক এলাকায় গরীব, দুঃস্থ ও অসহায় ৫০০ পরিবারের মাঝে চাল ৭ কেজি, ডাল আড়াই কেজি, তেল আড়াই লিটার, চিনি ১ কেজি, আলু ৫ কেজি, লবন ১ কেজি, সাবান ৬টি ও মাস্ক ৪টিসহ ত্রাণ সামগ্রী বিতরণ করে।

এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরি করতে নানা পরামর্শ দিচ্ছেন।

বিজ্ঞাপন

পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণের সঙ্গে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী।

সারাবাংলা/টিএস/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন