বিজ্ঞাপন

রাজধানীতে করোনা আক্রান্ত বেশি পুরান ঢাকায়, এরপরেই মিরপুরে

April 8, 2020 | 4:55 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। এরমধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এই ৮৪ জন রাজধানীর ৪২টি পৃথক এলাকার বাসিন্দা। এর মধ্যে পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন ২৪ জন। এরপরেই সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানীর মিরপুর এলাকায়। ওই এলাকায় ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও বাসাবো এলাকায় ৯ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে দেখা যায়, শুধু রাজধানীতেই এখন পর্যন্ত ৮৪ জন করোনাভাইরাস আক্রান্ত পাওয়া গেছে। এরমধ্যে পুরাণ ঢাকার হাজারীবাগে একজন, উর্দুরোডে একজন, বুয়েট এলাকায় একজন, লালবাগ এলাকায় চারজন, ইসলামপুর এলাকায় দুইজন, লক্ষ্মীবাজার এলাকায় একজন, নারিন্দায় একজন, সোয়ারীঘাটে তিনজন, ওয়ারীতে আটজন, কোতোয়ালী এলাকায় একজন, বংশাল এলাকায় একজন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। অর্থাৎ পুরাণ ঢাকার বিভিন্ন এলাকায় ২৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়াও মিরপুরের বিভিন্ন এলাকায় ১৭ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে মিরপুর-১০ এলাকায় দুইজন, কাজীপাড়ায় এক জন, মিরপুর-১১ এলাকায় দুইজন, মিরপুর-১৩ এলাকায় একজন, মিরপুর-১ এলাকায় একজন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়াও শাহআলী বাগে দুইজন, পীরেরবাগে একজন, টোলারবাগে একজন ও উত্তর টোলারবাগ এলাকায় ছয়জনের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বাসাবো এলাকায় ৯ জন্যের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে পাঁচজন, যাত্রাবাড়ী এলাকায় চারজন, ধানমন্ডি এলাকায় তিনজন, উত্তরায় তিনজন, পুরানা পল্টন এলাকায় দুইজন, বসুন্ধরা আবাসিক এলাকায় দুইজন ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

এছাড়াও আদাবর, বসিলা, জিগাতলা, সেন্ট্রাল রোড, গ্রিন রোড, শাহবাগ, ইস্কাটন, বেইলি রোড, মগবাজার, রামপুরা, বাড্ডা, নিকুঞ্জ, আশকোনা, গুলশান, মহাখালী এলাকায় একজন করে কোভিড-১৯ রোগী রয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুই জন রাজধানীর বাসিন্দা ও বাকি তিনজন ঢাকার বাইরের। এই সময়ে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়েও ঢাকা এগিয়ে। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে কুমিল্লার একজন,কেরানীগঞ্জের একজন এবং চট্টগ্রামের একজন রয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বুলেটিনে জানানো হয়, বর্তমানে দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৬৪ জন। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

সারাবাংলা/এসবি/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন