বিজ্ঞাপন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, নতুন রোগী ৫৪ জন

April 8, 2020 | 2:45 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪ জন রোগীকে শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বুধবার ( ৮ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত রোগীর সংখ্যা ২০ জন।

নতুন ৫৪ রোগীসহ করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৮ জন।

গত ২৪ শনাক্ত হওয়া করোনা রোগীদের ৩৩ জন পুরুষ, নারী ২১ জন। এর মধ্যে ঢাকার ৩৯ জন, ঢাকার পার্শ্ববর্তী এলাকার ১ জন। বাকিরা ঢাকার বাইরে।

বিজ্ঞাপন

এছাড়া গত ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত কোনো রোগী সুস্থ হননি। ফলে করোনায় আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যা আগের মতোই ৩৩ জন।

অধ্যাপক ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুনভাবে ৫৪ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।’

বাংলাদেশে এখন পর্যন্ত মোট ২১৮ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।’

বিজ্ঞাপন

অধ্যাপক ফ্লোরা আরও বলেন, ‘নতুনভাবে আক্রান্তদের মধ্যে মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে আছেন পাঁচজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে আছেন ১৫ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের আছেন ১০ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছেন ৭ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে আছেন সাত জন। এছাড়া ষাটোর্ধ্ব আছেন ১০ জন।’

আরও পড়ুন
করোনায় মৃত্যুর সংখ্যা ৮২ হাজার ছাড়ালো
করিমগঞ্জে মারা যাওয়া ব্যক্তির করোনা পজিটিভ, ২ ইউনিয়ন লকডাউন
গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
করোনা প্রতিরোধে ৪ জেলায় ইউএনডিপি’র সচেতনতামূলক কর্মসূচি
অধিকাংশ শ্রমিকের নেই অ্যাকাউন্ট, করোনায় বেতন নিয়ে অনিশ্চয়তা!
করোনা সংকটে সম্পদের ২৮ শতাংশ দান করলেন টুইটার সিইও ডর্সি
রাজধানীতে করোনা আক্রান্ত বেশি পুরান ঢাকায়, এরপরেই মিরপুরে

সারাবাংলা/এসবি/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন