বিজ্ঞাপন

এক লক্ষ মানুষের দায়িত্ব নিলেন হৃতিক

April 8, 2020 | 8:31 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

অমিতাভ, আমির, অক্ষয়, সালমান খানের পর করোনাভাইরাস মোকাবিলায় এবার এগিয়ে এলেন হৃতিক রোশন। একটি এনজিও’র সহায়তায় ১ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব তুলে নিয়েছেন হৃতিক।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের সিটি কর্পোরেশনের কর্মীদের হাতে তুলে দিয়েছিলেন N95, FFP3 মাস্ক। এনজিও ‘অক্ষয় পাত্র’র সহায়তায় বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন এমন মানুষের কাছে যাদের পেট ভরানোই এখন সমস্যা হয়ে উঠেছে। এই তালিকায় আছেন বৃদ্ধাশ্রমের মানুষ, দিন আনা-দিন খাওয়া শ্রমিক।

অর্থ দানের পর সংস্থার তরফে টুইট করে হৃতিককে ধন্যবাদ জানানো হয়েছে। হৃতিকের অর্থ সাহায্যে তৈরি করা খাবার প্রতিদিন পৌঁছে যাবে ১ লাখ ২০ হাজার মানুষের কাছে। এই সংস্থা জানিয়েছেন যতদিন না অবধি লকডাউন স্বাভাবিক হয় ততদিন তাঁরা খাবার দিয়ে যাবেন বৃদ্ধাশ্রমে এবং দিনমজুরদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন